Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পীরগঞ্জ ইউনিয়নের ইতিহাস

১. ঐতিহাসিক পটভূমিঃ

পীরগঞ্জ ইউনিয়নের নাম করণ নিয়ে জানা যায় যে, ‘‘পীর’’ শব্দের অর্থ মুরুববী বা জ্ঞান বিদ্ধ সাধক আর ‘‘গঞ্জ’’ শব্দের অর্থ বাজার। সেই দিক থেকে পীরগঞ্জের অর্থ দাঁড়ায় জ্ঞান বিদ্ধ সাধকদের বাজার। অর্থাৎ পীরগঞ্জ হলো জ্ঞানী-গুনী, পীরগঞ্জ সাধকের বিচরণ ভূমি এর প্রমান পাওয়া যায়। উপজেলার সর্বত্র ছড়িয়ে আছে অসংখ্য পীর, অলি,সাধু, সৈন্যাসীর আন্তনা মাজার ও সমাধী ক্ষেত্র। যার ধারা বাহিকতায় আজও এখানে সকল ধর্মমতের মানুষ সাম্পৃতির উঠানে মিলে মিশে বসবাস করছে। এরই পেক্ষাপটে এই ইউনিয়নের নাম হয় পীরগঞ্জ।

 

২. ভৌগলিক অবস্থানঃ

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শহর লইয়া পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ গঠিত। এই ইউনিয়নের উত্তরে বড়দরগাহ্ ইউনিয়ন, দক্ষিনে রামনাথপুর ইউনিয়ন, উত্তর-পূর্বে শানেরহাট ইউনিয়ন, পূর্ব-পশ্চিমে রায়পুর ইউনিয়ন ও পশ্চিমে কুমেতপুর ইউনিয়ন। অত্র ইউনিয়নের পাশ দিয়ে বড় বিলা ও আখিরা নদী প্রবাহীত হয়েছে। ইউনিয়নের মধ্য বরাবর ঢাকা-রংপুর মহাসড়ক বিদ্যামান।

 

৩. শিক্ষা ও সংস্ক্রতিঃ

ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৫৬%। বেশির ভাগলোক কৃষি কাজের সহিত জড়িত। অত্র ইউনিয়নের অধিকাংশ জনগণ অত্যান্ত সহজ-সরল ও অতিথী পরায়ন। জাতীয় দিবস অত্র ইউনিয়নের লোকজন অত্যান্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন।

 

৪. যোগাযোগ ব্যবস্থাঃ

অত্র ইউনিয়নের মধ্য দিয়ে মহাসড়ক থাকায় উক্ত মহাসড়ক এর মাধ্যমে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা সদরে যাতায়াত করা হয়। অধিকাংশ রাস্তা কাঁচা, কিছু কিছু রাস্তা পাঁকা রয়েছে। যোগাযোগের বাহক বাস, রিক্সা, ভ্যান, অটো ইত্যাদি।

 

৫। জনসংখ্যা ও অর্থনৈতিক অবস্থাঃ

মোট পরিবার সংখ্যাঃ ৮২৩০টি।

অর্থনৈতিক অবস্থাঃ

ধনী

মধ্যবিত্ত

দরিদ্র

হতদরিদ্র

৯০৮

২৫৭৫

৩৫৪৮

১১৯৯

১১%

৩১%

৪৩%

১৫%